প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫
একটি হারানো বিকেলের গল্প!া
শেখ নেছারুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
চেনা চেনা এই পথগুলো আমাকে বলে—তোমার ছায়া কি এখনও পড়ে এই ইট-ধুলোয়?যেখানে প্রতিটি মোড়ে রয়ে গেছে,আমাদের চুপ করে হাঁটার শব্দ!আমরা কি আবার নতুন করে পরিচিত হতে পারি?ঠিক যেমন প্রথমবার তোমাকে দেখেছিলাম!যেমন হঠাৎ বাতাসে উড়ে আসা আমার চুল সরিয়ে, তুমি বলেছিলে, "ভালো থেকো"।এই শহর জানে, আমি এখনও থেমে যাইহঠাৎ "তোমার নাম"- শুনলেই কারও ঠোঁটে!এই আকাশ, এই বাতাস, এই গন্ধ—সব যেন চুপিচুপি বলে যায়,সে একদিন ফিরে আসবেই....আমরা কি পারি আবার হারিয়ে যেতে?একটি রৌদ্র দুপুরের ছায়ায় দাঁড়িয়ে,কিংবা একটি হারানো বিকেলের গল্পে,যেখানে অভিমানও ছিল ভালোবাসার ছায়া,আর "বিদায়" শব্দটি শুধু একটি ভুল উচ্চারণ!
কপিরাইট © ২০২৫ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত